বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেলেন টিভি উপস্থাপক

বিনোদন ডেস্ক / ৬৪ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেলেন টিভি উপস্থাপক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার কয়েক মাস পর মারা গেলেন ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক এবং জনপ্রিয় অভিনেত্রী অ্যানাবেল জিলস। গত ২০ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বুধবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, অভিনেত্রীর পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার সন্তানরা জানিয়েছেন, অ্যানাবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার ও রেডিওথেরাপি দেয়া হয়েছিল।

এর আগে গত জুলাইয়ে এ অভিনেত্রীর ব্রেন টিউমার আক্রান্তের খবর জানা যায়। আর অসুস্থ হওয়ার কয়েক মাস পর মারা গেলেন তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যুর পর সন্তানরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোমবার (২১ নভেম্বর) বিকেলে হোভের মার্টলেটস হসপিসে মারা গেছেন অ্যানাবেল। গত জুলাইয়ে স্টেজ-৪ গ্লিওব্লাস্টোমা ধরা পড়ে। যা ছিল দ্রুত বর্ধনশীল এবং খুবই আক্রমণাত্মক ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার।

অ্যানাবেল এ রোগে আক্রান্ত হওয়ার পর মস্তিষ্কের অস্ত্রোপচার ও অনেক রেডিওথেরাপির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। এই কঠিন সময়েও ভেঙে পড়েননি তিনি। শেষ সপ্তাহগুলোয় গ্লিওব্লাস্টোমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অনেক উৎসাহী ছিলেন এবং অন্যদের সহায়তা করার জন্য চেষ্টা করেছেন।

এ অভিনেত্রী রিয়েলিটি শো ‘আই অ্যাম এ সেলিব্রিট… গেট মি আউট অব হেয়ার’-এর ১৩তম সিরিজে হাজির হয়েছিলেন। ১৯৯৩ সালে ‘রাইডার্স’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া প্রসাধনী ব্র্যান্ড ম্যাক্স ফ্যাক্টরের মডেলও হয়েছিলেন অ্যানাবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান