পুরো বিশ্বে চলছে ফুটবল নিয়ে উন্মাদনা। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপে ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জয়ের অভিযাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বলিউড তারকা অমিতাভ বচ্চনও ব্রাজিলের ভক্ত।
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সময় অমিতাভ বচ্চন টুইটারে জানিয়েছিলেন ব্রাজিল তার ফেভারিট। পরে বেলজিয়ামের সঙ্গে হেরে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ে যাওয়ার পর টুইটারে অভিনেতা লিখেছেন, ‘ব্রাজিলের ভাগ্য খারাপ। মাঠে উজাড় করে খেললেও শেষটা ভালো হলো না।’
এরপর আরেক টুইটে অমিতাভ লিখেছেন, ‘২০২২ বিশ্বকাপের অপেক্ষায় থাকলাম।’
এবছর প্রিয় দল নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেতা। তবে ধারণা করা হচ্ছে, ব্রাজিলের খেলার পরে টুইট করবেন অভিনেতা।
অমিতাভের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘উঁচাই’। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত ‘উঁচাই’তে অমিতাভের সঙ্গে অন্যান্যদের মধ্যে আছেন অনুপম খের, ড্যানি ডেনজংপা, বোমান ইরানি পরিণীতি চোপড়া, সারিকা এবং নীনা গুপ্তা।