ব্যাট হাতে একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী। কিন্তু হঠাৎ ক্রিকেট অনুশীলনে কেন নামলেন জাহ্নবী?
ক্রিকেট নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে বলিউডে। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। যে ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। মহেন্দ্র এবং মহিমা নামে দু’টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।
৬৬ বছর বয়সেও নজরকাড়া রূপে ধরা দিলেন রোজিনা
ভিডিওতে দেখা যায়, সাদা জামা, গোলাপি হাতা সঙ্গে ছাই রঙের শর্টস পরে নেটে জাহ্নবী কপূর। হেলমেট না থাকলেও পায়ে প্যাড রয়েছে।
জাহ্নবী যদিও এই প্রথম ক্রিকেট খেলছেন এমন নয়। এর আগে দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে।
শরণ শর্মা নির্দেশনা দেবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর আগে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছবিটির প্রযোজক করণ জোহর। শুক্রবার মুক্তি পাবে ছবিটি। সূত্র : আনন্দবাজার
VIDEO- #JanhviKapoor spotted at her cricket practice session today❤️#MrAndMrsMahi
Via @manav22 pic.twitter.com/ZygbXvevME— Janhvi Kapoor Universe (@JanhviKUniverse) October 4, 2022
You must be logged in to post a comment.