সিনেমার চরিত্রকে পুরোপুরি বিশ্বাসযোগ্য করে তুলতে কত কিছুই না করেন তারকারা। লুক-কস্টিউম থেকে শুরু করে শারীরিক গড়ন সবখানেই আনেন পরিবর্তন। এবার এমনই এক লুকে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নেপথ্যে রয়েছে ভারতের মহিলা ক্রিকেটার ঝুলনের বায়োপিক।
প্রেম করছেন প্রভাস-কৃতি?
বৃহস্পতিবার (২০ অক্টোবর) আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠে শুটিং করলেন আনুশকা। প্রথমে আন্দুল স্টেশনে পরে বেশ কিছুক্ষণ আন্দুল রাজবাড়ির মাঠে শুটিং করলেন তিনি।
এদিন ছোট ছোট চুল, স্কার্ট আর শার্টে ব্যাট-বল হাতে মাঠে তিনি। গত সপ্তাহেই ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিংয়ে কলকাতায় আসেন বিরাট কোহলি পত্নী। বেগুনি রঙের স্কার্টের ওপর সাদা শার্ট পরে ঝুলনের ছোটবেলার দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ান। দেখে চেনাই যাচ্ছিল না ‘রব নে বানাদে জুড়ি’ খ্যাত অভিনেত্রীকে।
আইএফএফআই’ উৎসবে খন্দকার সুমনের চলচ্চিত্র ‘সাঁতাও’
আন্দুল রাজবাড়ির মাঠে ক্রিকেট খেলতে দেখা যায় আনুশকাকে। ব্যাটিং করছেন তিনি। তাকে দেখতে আন্দুল এলাকার বহু মানুষ ভিড় করেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য আন্দুল রাজবাড়ির মাঠের ধারে এবং বিভিন্ন বাড়ির ছাদে বহু মানুষকে দেখা যায়।
You must be logged in to post a comment.