বলিউড অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি অন্দরের বেশ কিছু মজার ঘটনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্থান পেয়েছে স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁর সেলফি! ইনস্টাগ্রামে কারিনার আধিপত্য নিয়েও কথা বলেছেন এই পতৌদির নবাব।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে কারিনার অনলাইন উপস্থিতির প্রশংসা করে সাইফ বলেন, ‘আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ার রানি!’ তবে, তিনি এও স্বীকার করেছেন যে তিনি, তাঁদের ছেলে তৈমুর ও জেহসহ, কারিনার প্রতি মুহূর্ত ক্যাপচার করার অভ্যাস একদম পছন্দ করেন না। অভিনেতার ভাষ্য, ‘ঘোরাঘুরির ও রান্নার মতো বিষয়গুলো অনেক আকর্ষণীয় লাগে আমার কাছে। আমি সেগুলো ফলো করি। আবার এগুলোর জন্য ব্যক্তিগত মুহূর্তও নষ্ট হয়ে যায়।’
বিষয়টির বিস্তারিত এভাবে বলেছেন, ‘আমি সত্যিই আমার জীবন উপভোগ করি। কখনও কখনও রাতের খাবার খাচ্ছি বা বাচ্চাদের সাথে কিছু করছি এবং আমার স্ত্রী বলেন, ‘আমরা কি ছবি তুলতে পারি?’ বাচ্চারা, আমি—সবাই ‘না’ বলতে থাকি। সুতরাং, আমি মনে করি সোশ্যাল মিডিয়া একটি দুর্দান্ত জিনিস কিন্তু এর কারণেই ব্যক্তিগত মুহূর্তগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে।’’
এদিকে দীর্ঘ ১ যুগ পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এ দম্পতি। সূত্রের দাবি ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবিতে তা&দের দেখা যাবে। এতে এ দম্পতিকে দেখা যাবে খল চরিত্রে। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। নতুন ছবির নাম ‘স্পিরিট’।
You must be logged in to post a comment.