আজ থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাল্লাগেনা’। সপ্তাহের শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি প্রচারিত হবে। নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
নাটকের বিষয়বস্তু বিষয়ে জাহিদ হাসান জানান, বিয়ে এক সামাজিক চুক্তি, যা দিয়ে পরিবারে সৃষ্টি হয়। তবে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা, ঝগড়া বিবাদ ও মনোমালিন্য তৈরি হয়। এতে সংসার জীবনে নেমে আসে হতাশা। ব্যক্তি স্বাধীনতার জায়গা খর্ব হতে পারে কিংবা মানিয়ে চলা যাবে কি-না এ ধরনের ভয় কাজ করে তাদের মাঝে। এমন কিছু বিষয়বস্তু স্থান পেয়েছে এই নাটকে।
হানিফ খানের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। এতে আরও অভিনয় করছেন স্বর্ণলতা দেবনাথ, ডাক্টার এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশা, তন্ময় সোহেল ও আমিন আজাদসহ অনেকে।
You must be logged in to post a comment.