সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

বেসরকারি টেলিভিশন সিএসবি বন্ধের সিদ্ধান্ত স্থগিত

বিনোদন প্রতিবেদক / ২৮ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২৪
বেসরকারি টেলিভিশন সিএসবি বন্ধের সিদ্ধান্ত স্থগিত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বেসরকারি টেলিভিশন সিএসবি নিউজের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। দেশের প্রথম সংবাদভিত্তিক এই টেলিভিশনটির সম্প্রচারে আসতে বাধা কাটল।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে আদালতে বেসরকারি টেলিভিশন সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী।

ফাইয়াজ জানান, তিন থেকে ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করবে এই চ্যানেলটি। সেখানে কর্মরত পূর্বের কোনো কর্মীকে বরখাস্ত করেনি কর্তৃপক্ষ। তাই সাবেক কর্মীরা আসতে চাইলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় হওয়া ছাত্র আন্দোলনের খবর প্রকাশের জের ধরে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান