শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

বৃষ্টিতে ভেঙ্গে গেছে নূতনের বাংলোর একাংশ

ফোরাম প্রতিবেদক / ৯২ জন দেখেছেন
আপডেট : জুন ২৯, ২০২৩
বৃষ্টিতে ভেঙ্গে গেছে নূতনের বাংলোর একাংশ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল প্রয়াত অভিনেত্রী নূতনের বাংলোর একাংশ। গত মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় ভারতের সময় ৬.১৫-তে এই ঘটনা ঘটে।

থানে মিউনিসিপাল কর্পোরেশনের বিপর্যয় ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি।

তিনি আরও জানান, মুম্বরার একটি পাহাড়ে এলাকায় রয়েছে প্রয়াত অভিনেত্রী নূতনের ওই বাংলোটি। বাংলোটি খালিই ছিল। ঘটনার পর দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। ধ্বংসাবশেষ পরিষ্কার করে দেয়া হয়েছে এবং আশেপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শনিবার থেকেই মুম্বাই, থানে এবং মহারাষ্ট্রের বিভিন্ন অংশে শনিবার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার শুধু নূতনের বাংলো ছাড়াও থানের শহরের আরও একটি এলাকায় বারান্দা ভেঙে পড়ে।

১৯৩৬ সালে জন্ম গ্রহণ করেন বলিউড অভিনেত্রী নূতন। ১৯৫০ সালে ‘হামারি বেটি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেত্রী। তিনি ৪০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে ৭০টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেন। ১৯৯১ সালে স্তন ক্যান্সারে মারা যান নূতন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান