৬০ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত এক রোগীর শেষ ইচ্ছা পূরণ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ৬০ বছরের শিবানী দেবী লড়াই করছেন ক্যানসারের সাথে। স্বপ্নের নায়ক শাহরুখ খানকে দেখাই তার শেষ ইচ্ছা ছিল। বৃদ্ধার ইচ্ছে ছিল, মারা যাওয়ার আগে শাহরুখকে একবার দেখতে চান।
তবে সেই ভক্তকে নিরাস করেননি কিং খান। ভক্তর ডাকে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন শাহরুখ খান। সামনাসামনি না হলেও ভার্চুয়ালি। সোমবার (২২ মে) রাতে ভিডিও কলে শিবানীর সাথে কলে কথা বলেন শাহরুখ।
শিবানী চক্রবর্তীর কন্যা ভারতীয় গণমাধ্যমকে জানান, মায়ের সাথে শাহরুখ স্যারের বিস্তারিত কথা হয়েছে। আমার সাথে কথা বলেছেন উনি। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন, জানান উনি মায়ের জন্য প্রার্থনা করবেন। পাশাপাশি মায়ের চিকিৎসার জন্য সবরকম সাহায্যের কথা বলেন তিনি।
You must be logged in to post a comment.