সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তান!

ফোরাম প্রতিবেদক / ২৪৭ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২২
প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গেল কয়েকদিন আগে বুবলীর ‘বেবি বাম্প’ ছবি প্রকাশের পরই হইচই পড়ে যায় বিনোদন পাড়ায়। এ বিষয়ে কথাও বলেন বুবলী। কয়েকদিন আগে গণমাধ্যমে জানান খুব শিগগিরই সব জানাবেন। তবে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দুপুর ১২টায় ছবি প্রকাশ করেন।

ক্যাপশনে বুবলী লিখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

আমেরিকায় মা হয়েছেন বুবলি!

এর আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মাত্র দুটি ছবি পোস্ট করেন অভিত্রেী শবনম বুবলী। আর তাতেই কতো না প্রশ্নের জন্ম! সমসাময়িক সব ইস্যুকে যেন পেছনে ফেলে অভিনেত্রীর বেবি বাম্পের ওই ছবি দুটি। চায়ের টেবিল থেকে বন্ধুদের আড্ডা কিংবা গণমাধ্যমে এখন শুধুই বুবলী চর্চা। সঙ্গে প্রশ্ন উঠেছে, সন্তানের বাবা কে?

সিনেমাপাড়ায় গুঞ্জন, শাকিব খানকে বিয়ে করেছেন শবনম বুবলী! ২০১৭ সালের ১৮ মার্চ যার আভাস দিয়েছিলেন এই নায়িকা। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ফ্যামিলি টাইম।

এ ব্যাপারে বুবলীর সাথে কথা বলার জন্য একটি সিনেমার শুটিং সেটে যান দেশের প্রথম সারির তিনটি টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমকর্মীরা। সেখানে এফডিসি প্রযোজিত ‘চাদর’ ছবির শুটিং করছিলেন এই নায়িকা। তার সহকারীর মাধ্যমে মেকাপ রুমে থাকা বুবলীর সাথে কথা বলার জন্য বারবার খবর পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে বলা হয় শুটিং সেটে অপেক্ষা করতে, সেখানেই কথা বলবেন তিনি।

সেই অনুযায়ী গণমাধ্যমকর্মীরা পরিচালক জাকির হোসেন রাজুর তৈরি সেটে অপেক্ষা করতে থাকেন। অনেকটা সময় অপেক্ষার পর সেটে আসেন চিত্রনায়িকা বুবলী। শুটিং সেটে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়েই সেখান থেকে মেকাপ রুমে ফিরে যান তিনি। সেখান থেকে পরিচালক রাজুর মাধ্যমে বুবলী জানান , এখন তিনি গণমাধ্যমে কথা বলতে চান না।

মা হওয়ার জন্য বাবা জরুরি নয়: জ্যোতি

এদিকে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, ছেলের মা হয়েছেন এই চিত্রনায়িকা। ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান।

‘বেবি বাম্পে’র ছবি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেট থেকে সাংবাদিকদের বুবলী বলেন, আমি একজন মুসলিম। এখন এটুকুই বলব যা হয়েছে শালীনভাবে হয়েছে। সবার কাছে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং কয়েকটা দিন সময় চাইছি আমি। বিষয়টি কয়েক দিনের মধ্যেই স্পষ্ট করব আমি। এটা আমার জন্য খুবই সেন্সেটিভ বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান