‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমার নায়িকা ও অভিনেত্রী শবনম বুবলীর টলিউডে অভিষেক হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদ রাহা।
সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা কৌশিক গাঙ্গুলী ও অভিনেতা সৌরভ দাস। এরই মধ্যে কলকাতা পর্বের শুটিংও শেষ হয়েছে। পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। সামাজিক পাতায় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে।
’ফ্ল্যাশব্যাক’ সিনেমাটিতে থাকছে একটি আইটেম গান। যেই গানটিতে পারফর্ম করছেন কলকাতার মডেল ও অভিনেত্রী ঈশানী ঘোষ। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ঈশানী বলেন, ‘ফ্ল্যাশব্যাক’-এ একটা আইটেম গানে পারফর্ম করছি। গানটি খুবই সুন্দর, মেলোডি টাইপ। খুবই অন্যরকম একটা গান।
সাইকোলজিক্যাল থ্রিলার এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।
প্রসঙ্গত, মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ঈশানী এখন অভিনয়ে স্থির হয়েছেন। ‘জিও জামাই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এছাড়া তিনি দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন।
You must be logged in to post a comment.