ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। কোনো কিছুরই যেন তোয়াক্কা করেন না এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (১৩ জানুয়ারি) বুবলী কয়েকটি ছবি পোস্ট করেছেন। যা দেখে রীতিমত অবাক তাঁর ভক্তরা।
কারণ নায়িকাদের সচরাচর এই রূপে দেখা যায় না। নায়িকা মানেই মেদহীন সুঠাম চেহারা। সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া-দাওয়ার কড়া নিয়ম। ডায়েটে কোনো মিষ্টি, তৈলাক্ত খাবার খাওয়া গুরুতর অপরাধ। কিন্তু এই নায়িকা যেন শৃঙ্খলার বাইরে। তোয়াক্কা করেন না কোনো কিছুরই। তিনি যে বরাবরই ছকভাঙা, তা শাকিবের সঙ্গে সম্পর্ক থেকে ছেলের জন্ম-এই সব ঘটনা দেখে তা বেশ বোঝ যায়।
সিনেমার নায়িকা হয়ে এমন ছবিও পোস্ট করতে পারেন কেউ। এ কী ভাবে সম্ভব! অবাক তাঁর অনুরাগীরা। বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যায়, খাবার টেবিলে তার সামনে সাজানো কয়েক রকমের মিষ্টি, দই ও ফলমূল।
ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘শুক্রবার কোনো ডায়েট নয়’। ছবির নিচে কমেন্ট বক্সে কারও মন্তব্য, ‘আপনি এত খাবার একসঙ্গে খেতে পারবেন!’ কেউ আবার লিখেছেন, ‘এগুলো শুধুমাত্রই ছবি তোলার জন্য করা। ’
আরেকজন লিখেছেন, ‘আমি ভাবছিলাম দোকান দিয়েছেন! পরে দেখি না ভিন্ন কিছু। ’