শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

বুবলীকে দিয়েই হলো আবার শুরু

বিনোদন প্রতিবেদক / ১৫ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২৪
ইচ্ছাকৃতভাবে এই অডিও ছাড়া হয়েছে: বুবলী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থানের পর চেষ্টা চলছে ছন্দ ফেরানোর। নাটকের কাজ হলেও একেবারেই থেমে আছে চলচ্চিত্র ও সংগীত। এর মধ্যে সুখবর নিয়ে এলেন বুবলী। প্রায় ৮ মাস ধরে নতুন কোনো সিনেমায় সাইন করেননি। জানা গেল, ‘নীল টিপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন মেহেদি হাসান। প্রযোজনায় আছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। নির্মাতা জানান, খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে।

নির্মাতার ভাষ্য, ‘বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে ছবির গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময়ে এসে বুবলীর ওপর বাজি ধরতে চাই।’ এরই মধ্যে কথা রটেছে, সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে।

অন্যদিকে, সিনেমা না করলেও বুবলী ব্যস্ত ছিলেন পরিবার নিয়ে, বানভাসিদের নিয়ে। চলতি বছরের বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছিলেন এ নায়িকা। এছাড়া বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘জংলি’, এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া- দ্য লাভ ২’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান