মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিলো কাতার

ফোরাম প্রতিবেদক / ১৭০ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৫, ২০২২
বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিলো কাতার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সেনেগালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখলো স্বাগতিক কাতার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হারার পর কাতার কোচ ফেলিক্স সানচেজ বলেছিলেন বড় মঞ্চে খেলার চাপটা নিতে পারেনি কাতার। সেনেগালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো ফুটবল খেললেও সেই হারই সঙ্গী হল কাতারের। নিজেদের ডি বক্সে বুয়ালেম খুখি যেভাবে ভুল করলেন তা চাপ সামলাতে না পারাকেই ইঙ্গিত করে।

সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপে সেনেগালের হয়ে প্রথম গোলটা করেন বুলায়ে দিয়া। ম্যাচের ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। ম্যাচের ৪৮ মিনিটে সেনেগালকে দ্বিতীয় গোল এনে দেন ফামারা দিধিও। এর সাথে ২-০ গোলে এগিয়ে যায় সেনেগাল। কাতারের মনে তখনো গোলের আশা। চেষ্টার পর চেষ্টায় কাতার শেষমেষ গোলের দেখা পায় ম্যাচের ৭৮ মিনিটে। কাতারের হয়ে গোলটি করেন মোহাম্মদ মুনতারি।

এসময় ম্যাচের অবস্থান দাঁড়ায় কাতার ১-সেনেগাল ২। কিন্তু ৮৪ মিনিটে বাম্বা ডিং এর গোলের পর কফিনের শেষ পেরেকটিও মেরে দেয় সেনেগাল। স্বাগতিক কাতারের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যাবধানে জয় তুলে নেয় তারা। ভালো খেলেও অবশ্য ৩-১ গোলে হারের পর বিব্রতকর রেকর্ড গড়ে স্বাগতিক কাতার এখন বিদায়ের দ্বারপ্রান্তে। পরের ম্যাচে ইকুযেডরের কাছে নেদারল্যান্ডস না হারলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিবে কাতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান