শেষবারের মতো বিশ্বকাপ খেলতে কাতার যায় ক্রিস্টিয়ানো রোনালদো। লক্ষ্য বিশ্বকাপ শিরোপা। রোনালদোর ভক্তদেরও এমনটাই চাওয়া। সে চাওয়া কতটুকো পূরণ করতে পারবেন তিনি তা সময়েই বলে দিবে। তবে রোনালদো যে রেকর্ড গড়েই নিজের পঞ্চম বিশ্বকাপ মিশন শুরু করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দলের সবটুকু আলো কেড়ে নিয়েছেন এই পর্তুগিজ ফুটবলার। করেছেন বিশ্ব রেকর্ডও।
বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ডটা হাতছানি দিচ্ছিল তাকে। ঘানা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় তাই সবাই আশাবাদী ছিল রোনালদো সেই অধরা রেকর্ড নিজের করে নিবেন।
ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গড়েন এই বিশ্ব রেকর্ড। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গোল করে টানা ৫ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবমিলিয়ে বিশ্বকাপে তার গোল করা সংখ্যা দাঁড়ালো আটে।
You must be logged in to post a comment.