বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়, শনিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে কাতারের লুসাইলে ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক উপস্থিত ছিলেন। লিওনেল মেসির নৈপুণ্যে সেই ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।
ফিফা জানায়, আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ১৯৯৪ সালের ফাইনালের পর সবচেয়ে বেশি দর্শক দেখবে। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।
এদিকে, কাতার বিশ্বকাপে আজ (২৭ নভেম্বর) মাঠে নামছে জার্মানি ও স্পেন। আজকের দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও সবার আলাদা নজর থাকবে জার্মানি-স্পেন ম্যাচে। এছাড়া ভিন্ন ম্যাচে মাঠে নামবে গেলবারের রানার্সআপ ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামও।
You must be logged in to post a comment.