আগামীকাল থেকে মরুর বুকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এই ম্যাচের আগে স্বভাবতই দু’দলের শক্তি ও কে জিতবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
এর আগে, ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা পাঁচবার মুখোমুখি হয়েছে। দুইবার জিতেছে আর্জেন্টিনা আর দুইবার ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি হয়েছে ড্র। সবশেষ দেখায় অবশ্য আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ক্রোয়াটরা।
তবে আর্জেন্টিনার ইতিহাস বলছে তারা সেমিফাইনালে কখনোই হারেনি। কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা যে পাঁচটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে; সেগুলো হচ্ছে-১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ, ১৯৭৮ ঘরের বিশ্বকাপ, ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ, ১৯৯০ ইতালি বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। এর কোনোটিতেই হারেনি আলবিসেলেস্তেরা।
চার সেমিফাইনালের প্রথমটি আর্জেন্টিনা খেলেছিল ১৯৩০ সালে। প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতে উঠেছিল ফাইনালে।
১৯৮৬ সালে মেক্সিকোতে আর্জেন্টিনা সেমিফাইনালে ম্যারাডোনার জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়েছিল বেলজিয়ামকে। ১৯৯০ সালে ইতালিকে টাইব্রেকারে হারিেেয়ছিল ম্যারাডোনারা।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। জিতেছিল ৪-২ ব্যবধানে। আর ১৯৭৮ সালে সেমিফাইনাল না থাকায় সরাসরি তারা খেলেছিল ফাইনালে।
You must be logged in to post a comment.