শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

ফোরাম প্রতিবেদক / ৯৪ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৩, ২০২২
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলমান কাতার বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ষোলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দল দুইটি। নেদারল্যান্ডসের হয়ে গোল তিনটি করেন মেম্ফিস ডিপায়ে, ডেলি ব্লাইন্ড ও ডেনজেল ​​ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে হাজী রাইটের পা থেকে।

আজ রাত ১টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এই দুই দলের মধ্যে জয়ী দলকে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে পাবে নেদারল্যান্ডস। আগামী ৯ ডিসেম্বের অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেমফিস ডিপাইয়ের দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র একটি গোল পরিশোধও করে। তবে তিন গোল আদায় করে মার্কিন মনোবল ভেঙে দেয় নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিকের বাড়ানো বলে পিছন থেকে গোলমুখী শট নিয়েছিলেন হ্যাজি রাইট। বল ঠেকাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন নেদারল্যান্ডসের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচে স্কোর দাঁড়ায় ২-১।

এক গোল করে সমতায় ফেরার স্বপ্ন দেখছিল যুক্তরাষ্ট্র। তবে সে গুড়ে বালি দিয়েছে নেদারল্যান্ডস। ৮১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন দেনজেল দামফ্রিস। ৩-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত এটি অপরিবর্তিত রেখে জয় তুলে নেয় তাঁরা।

এদিন প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত যুক্তরাষ্ট্র। তবে মার্কিন স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিক ফাঁকি দিতে পারেননি নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিস নোপার্টকে।

তবে কাজের কাজটি ঠিকই করেছিলেন নেদারল্যান্ডস স্ট্রাইকার মেমফিস ডিপাই। ৯ মিনিটে দেনজেল দামফ্রিসের বানিয়ে দেওয়া বলে ডিপাই এনে দিয়য়েছিলেন দলের লিড। তাতে ১-০ গোলে এগিয়ে যায় তাঁরা। ২১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ডিপাই। তবে এবার গোলের অনেক বাইরে দিয়ে চলে যায় বল।

২৯ মিনিটে আবারও গোলের সুযোগ মিস করে নেদারল্যান্ডস। এবার ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের হেড থেকে গোলের সুযোগ নষ্ট হয়। এদিকে ৪২ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের টিমোথি ওয়েহ। তাঁর দুর্দান্ত শটটি ঠেকিয়ে দিয়েছিলেন আন্দ্রিস নোপার্টকে। নাহলে ম্যাচে ফিরতে পারত সমতা।

তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ৪৬ মিনিটে মিডফিল্ডার ডেলি ব্লাইন্ড গোল করেন। এবারও সহায়তা করেছেন দেনজেল দামফ্রিস। তাতে বিরতির আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে পূর্ণ সময়ে ৩-১ গোলের জয় পায় নেদারল্যান্ডস।

দলের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেনজেল। দুটি গোলে সহায়তা করার পাশাপাশি নিজে করেছেন একটি গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান