চলে গেলেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী এবং ভারতের সাবেক তৃণমূল সংসদ সদস্য অনুপ ঘোষাল। শুক্রবার (১৫ই ডিসেম্বর) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এ গায়ক।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর।
মূলত নজরুলগীতি এবং শ্যামা সংগীতের জন্য গানের ভুবনে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন অনুপ ঘোষাল। গান গেয়েছেন সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো চলচ্চিত্রে।
এ ছাড়াও বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষার সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন এ শিল্পী। বাম জমানার শেষ দিকে রাজনীতিতে জড়িয়ে পড়েন অনুপ ঘোষাল।
২০১১ সালে হুগলীর উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। গুণী এই শিল্পীর মৃত্যুকে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
You must be logged in to post a comment.