শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

বিরহ শেষ, এবার অ্যাকশন নিয়ে ফিরছেন বাপ্পারাজ!

বিনোদন প্রতিবেদক / ৩৭ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২৫
বিরহ শেষ, এবার অ্যাকশন নিয়ে ফিরছেন বাপ্পারাজ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বছরের পর বছর বিরহের প্রতিচ্ছবি হয়ে থাকলেও সময়ের সঙ্গে বদলায় সবকিছু। বাপ্পারাজও এবার বদলাচ্ছেন। সেই চিরচেনা প্রেম-বিরহের ছক ভেঙে তিনি হাজির হচ্ছেন নতুন রূপে—একজন পুলিশ অফিসার হিসেবে। দীর্ঘ বিরতির পর ওয়েব দুনিয়ায় পা রাখলেন একসময়ের সুপারহিট এই নায়ক।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ—‘না, না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ নেটিজেনরা যেন নতুন করে বুঁদ হয়ে আছেন এই সংলাপে। কিন্তু যখন সবাই হেনার প্রেমে হারিয়ে, বাপ্পারাজ তখন জানিয়ে দিলেন—‘অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক!’

ঠিক এভাবেই নিজের নতুন যাত্রার ঘোষণা দিলেন তিনি। নতুন ওয়েব সিরিজ ‘রক্তঋণ’-এর ‘ক্যারেক্টার টিজার’ প্রকাশ করলেন এই অভিনেতা। টিজারের শুরুতেই দেখা যায়, একটি দরজা ধীরে ধীরে খুলছে। পেছন থেকে ভেসে আসছে ‘প্রেমের সমাধি’ সিনেমার গান। ধোঁয়া উঠছে এক কাপ চা থেকে, আর পাশে রাখা রয়েছে একটি পিস্তল। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট—পুলিশ ইউনিফর্মে হাজির হন বাপ্পারাজ, নতুন পরিচয়ে—সায়েম জব্বার।

এখানেই চমক শেষ নয়! টিজারের মাঝেই শোনা যায় বাপ্পারাজের কণ্ঠ, ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক!’ স্পষ্টই বোঝা যায়, এটি একটি রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার।

এই সিরিজের পরিচালক মোস্তফা খান সিহান বললেন, ‘বাপ্পারাজ ভাইয়ের সংলাপ নিয়ে মিম, ট্রল প্রচুর হয়েছে। অনেকেই তাঁকে ব্যর্থ প্রেমের নায়ক বলেছেন। কিন্তু আমরা দেখাতে চাই, তিনি শুধু বিরহে আটকে নেই। তাঁকে এবার একদমই নতুনভাবে তুলে ধরেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান