বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। গায়িকা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তার ডানপাশের স্নায়ু ড্যামেজ হয়েছে।
এই রোগের কোনো চিকিৎসা নেই জানিয়ে গায়িকা আরো লেখেন, কখনো কখনো মস্তিষ্কে ঠিক মতো অক্সিজেন না পৌঁছলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। মাথা কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অসাড় হয়ে যায়।
তবে চমকপ্রদ এক তথ্যও দিয়েছেন ব্রিটনি। তিনি জানান, যখন তিনি নাচেন তখন কোনো সমস্যা হয় না। নাচার সময় রোগের বিষয়টি তিনি অনুধাবনও করতে পারেন না। নাচলে মস্তিস্কে রক্ত চলাচল স্বাভাবিক থাকার কারণে তিনি ব্যথা অনুভব করেন না।
ব্রিটনি স্পিয়ার্সের গাওয়া সর্বশেষ প্রকাশিত গান ‘হোল্ড মি ক্লোজার’। এটি তিনি ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের সঙ্গে দ্বৈতভাবে করেছেন।
You must be logged in to post a comment.