শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

বিরতি ভেঙে একসঙ্গে জোভান ও তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক / ১৫ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৯, ২০২৪
বিরতি ভেঙে একসঙ্গে জোভান ও তানজিন তিশা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রায় দুই মাস নতুন নাটক মুক্তি পায়নি। সে স্থবিরতা ক্রমে কাটছে। এই নবসূচনায় দর্শককে নাটকমুখী করতে যাদের অভিনয় অধিক ভূমিকা রাখছে, তাদের অন্যতম ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। নাট্যাঙ্গনের জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বহু নাটক ও টেলিফিল্মে। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির নাটকের বেশ চাহিদা ছিল। কিন্তু বছর দুই আগে হঠাৎই জুটিটা ভেঙে যায়। তবে এবার বিরতি ভেঙে আবারও একসঙ্গে জোভান ও তানজিন তিশা।

২০২২ সালে প্রচারিত ‘নিশ্বাসে বিষ’ নাটকের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। তবে বিরতির পর ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকে আবার একসঙ্গে দেখা দিলেন এই জুটি। গত শুক্রবার নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। যা গতকাল রোববার দুপুর পর্যন্ত ভিউ ১৪ লাখ ছাড়িয়েছে।

জানা গেছে, ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ কোরবানির ঈদের নাটক। সার্বিক পরিস্থিতির কারণে তখন এটি মুক্তি দেওয়া যায়নি। এ বিষয়ে গণমাধ্যমকে জোভান বলেন‘ দেরিতে মুক্তি পেলেও দর্শকের ভালো সাড়া পাচ্ছি। সবাই আগের মতো নাটক দেখছে, প্রতিক্রিয়া দিচ্ছে। ইউটিউবে কমেন্ট বক্স দেখলাম, সবাই ইতিবাচক মন্তব্য করছে। সব আবার স্বাভাবিক হচ্ছে দেখে ভালো লাগছে।

তিনি আরও বলেন‘এ নাটকের মূল আকর্ষণ হলো আমার আর তিশার ফিরে আসা। কোনো কারণে গত কয়েক বছর একসঙ্গে কাজ করা হয়নি। আমাদের বেশ ভালো ফ্যানবেজ ছিল। তারা আমাদের জুটিকে একটা নামও দিয়েছিল—তিভান। দীর্ঘদিন পর আবারও আমাদের কেমিস্ট্রি দেখতে পাচ্ছে তারা, ইটস আ পজিটিভ সাইন। আর তিশার সঙ্গে আমার অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই কেমিস্ট্রিই ভালো। অনেক দিনের বন্ধুত্ব। এ কারণে পর্দায় অভিনয় করতে অনেক সহজ হয়।’ তা ছাড়া বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে গল্প হওয়ার কারণেও তরুণদের ভালো লাগছে। সব মিলিয়ে মুক্তির পরই আলোচনায় এসেছে নাটকটি।’

মাঝখানে কেন তিশার সঙ্গে নাটকে দেখা যায়নি জানতে চাইলে জোভান বলেন, ‘আমরা জুটি বেঁধে অনেক কাজ করেছি। কিছু নাটকের জন্য আমরা অনেক করেছি কিন্তু সেগুলোর ভিউ কম হয়েছে। তখন আমাদের মনে হয়েছিল, আমাদের জুটি হয়তো দর্শকের কাছে একঘেয়ে লাগছে, কিছুদিন বিরতিতে যাওয়া উচিত। কিন্তু বিরতিটা একটু বেশিই হয়ে গেছে মনে হচ্ছে।’

এই অভিনেতা আরও জানান, এখন থেকে তারা নিয়মিত একসঙ্গে কাজ করবেন। ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ পরিচালনা করেছেন ইমরোজ শাওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান