বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তাঁরা।
সুসংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে নায়িকা নিজেই নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, পরিচালক মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। এরপর টানা ডজনখানেক সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো নায়কদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।
তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, তখনই সিনেমা থেকে তিনি আন্তরালে চলে যান। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন অভিনেত্রী। বর্তমানে কেয়া অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
You must be logged in to post a comment.