বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল পল্লব

বিনোদন প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২৪
বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল পল্লব
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় মডেল পল্লব। তবে এতদিন গোপন রেখেছিলেন। এর কোন কারণ জানাননি পল্লব। প্রায় ১ যুগ প্রেমের সম্পর্কের পর গত বছর ২০২৩ সালের ১৩ জুলাই ওয়াহিদা রাহীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন এ মডেল নিজেই। পাত্রী রাহী একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন পল্লব।

বিয়েশাদি না করায় মডেল–অভিনেতা পল্লবের মা সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন। কয়েক বছর ধরে নানাভাবে চেষ্টায় ছিলেন পুত্রবধূর মুখ দেখার। অবশেষে পল্লবের মায়ের সেই ইচ্ছা পূরণ হয়েছে। একটি গণমাধ্যমে রাহী বললেন, ‘এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি। বিয়ে তো করলাম মাত্র।’

রাহী জানালেন, ২০১২ সালের তাঁদের প্রথম পরিচয়। এরপর তাঁরা একে অপরের সঙ্গে কথা বলতেন। রাহী বললেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাঁকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।’

‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি, অপরূপ সুন্দর লাগছে/ এই মনের গভীরে, যার ছবি আঁকা আছে, তুমি সেই সুন্দর চোখে ভাসছে’—নব্বই দশকে প্রচারিত জনপ্রিয় এই বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এই বিজ্ঞাপনচিত্রের সেই সুদর্শন মডেলই পল্লব আর সঙ্গে ছিলেন রিয়া। এমন আরও অনেক বিজ্ঞাপনচিত্রে সে সময় পল্লবের ছিল উজ্জ্বল উপস্থিতি।

অভিনয়ে পল্লবের অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তাঁর। চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‌‌‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান