অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন তারকা ইউটিউবার সালমান মুক্তাদির। আজ মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
এ তথ্যের পাশাপাশি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করে সালমান ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’
ব্যক্তিগত ফেসবুক পাতায় স্ত্রীর সঙ্গে ছবিগুলো শেয়ার করে সালমান । এদিকে, বিয়ের বিষয়ে জানতে এনটিভি অনলাইন থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
বিয়ের খবর শেয়ার করার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন সালমান। অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সালমানকে শুভ কামনা জানাচ্ছেন।
You must be logged in to post a comment.