বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড সুপার জুনিয়রের তারকা গায়ক রিয়োউক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ব্যান্ড তারকা। গত শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে আগামী মে মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছেন রিয়োউক।
পোস্টে সুপার জুনিয়রের এই তারকা লিখেছেন, ‘অনেক আগে থেকেই বিয়ের বিষয়টি নিয়ে আমি চিন্তা–ভাবনা করছিলাম। ব্যান্ডের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মে মাসের শেষভাগে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
রিয়োউক জানিয়েছেন, তাহিতি ব্যান্ডের সাবেক গায়িকা ও অভিনেত্রী অরিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘আমরা প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকে অরির পরিবারের সদস্য হতে চেয়েছিলাম আমি। আমার সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য সুপার জুনিয়রের সদস্য ও এসএম এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি।’
কোরিয়ান ব্যান্ড সুপার জুনিয়রের সঙ্গে ২০০৫ সাল থেকে যুক্ত আছেন রিয়োউক। অন্যদিকে, ২০১২ সালে তাহিতি ব্যান্ডের মাধ্যমে অরি’র যাত্রা শুর হয়। ২০২০ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান রিয়োউক ও অরি। এরপর এই তারকা জুটিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে।
You must be logged in to post a comment.