একাধিক প্রেম করলেও ৫৭ বছর বয়সেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি। বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলা হয় তাকে। হ্যাঁ, সালমান খানের কথা বলা হচ্ছে। এর আগে একাধিক ভক্ত থেকে পেয়েছিলেন বিয়ের প্রস্তাব। এবার সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন হলিউডের এক নারী সাংবাদিক। খবর এনডিটিভির।
টাইগার ৩–এর শুটিং শেষেই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবুধাবিতে চলে আসেন সালমান খান। শুক্রবার আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘ভাইজান’।
এই অনুষ্ঠানেই এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন?’
হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান। সঙ্গে সঙ্গেই উত্তর দেন। সালমান বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে এই নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে হতাশা প্রকাশ করছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, এই নারী সাংবাদিক জানান তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাকে দেখেই তার প্রেমে পড়েছেন। সালমান মজা করে ওই নারীকে বলেন, ‘আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন।’
পরে ওই নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন। জানা গেছে, ওই নারী সাংবাদিকের নাম অ্যালিনা খলিফে।
আইফা রকসে সালমান ছাড়াও গিয়েছেন ভিকি কৌশল, নোরা ফাতেহি ও অভিষেক বচ্চন।
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে। ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেয়েছে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।
You must be logged in to post a comment.