মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

ফোরাম প্রতিবেদক / ১৪৭ জন দেখেছেন
আপডেট : মার্চ ৪, ২০২৩
বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডের অন্যতম সুদর্শন এবং স্টাইলিশ অভিনেতা ঋত্বিক রোশন। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই অভিনেতা। যদিও কয়েকবছর আগে কঙ্গনা রণৌতের সঙ্গে সম্পর্কের খবর শোনা গিয়েছিল। এ নায়িকা নিজেই সেটি দাবি করেছিলেন। তবে তা অস্বীকার করেছিলেন হৃত্বিক। তখন বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি।

শেষেমেশ হৃতিকের মন বসন্তের পরশ নিয়ে এল সাবা। বেশি দিন কাটতে না কাটতেই সাবার সঙ্গে প্রেমের সম্পর্কে কবুল করেন অভিনতা। প্রথমদিকে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। আস্তে আস্তে আগল খুলতে শুরু করেন। আজকাল হৃতিকের জুহু নতুন ফ্ল্যাটে একত্রেবাস করেন এই দুই জন। এবার আর দেরি নয়, বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক রোশন।

সম্প্রতি বিমানবন্দরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছে এই জুটি। সাবা ছিলেন গাড়ির ভেতরে। হৃতিকের একক সফর, কাজেই যাচ্ছেন কোথাও। গাড়ি থেকে নামার আগে সাবার ঠোঁটে এঁকে দিলেন উষ্ণ চুম্বন। চোখ বুজে এল যুগলের। ততক্ষণে অবশ্য আলোকচিত্রীদের লেন্সবন্দি তারা। বুঝতে লাজুক হাসি দেন অভিনেতাও। তবে যে জল্পনাটা বার বার ফিরে এসেছে তা হলো কবে বিয়ে করছেন হৃতিক-সাবা? অবশেষে ঘটলো সেই জল্পনার অবসান। শোনা যাচ্ছে, ২০২৩ সালের শীতকালে নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

হৃতিক রোশন ও সাবা আজাদের বয়সের পার্থক্য প্রায় ১২ বছর। সাবাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর হৃতিক। অন্যদিকে, সাবা খুব ভালো ভাবেই মিশে গিয়েছে রোশন পরিবারের সঙ্গে। অভিনেতা দুই ছেলের সঙ্গে বিরাট ভাব সাবার। আপাতত অভিনেতার নয়নের মণি হয়ে রয়েছে সাবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান