বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিয়ের পিঁড়িতে ‘কোই মিল গয়া’-র সেই ছোট্ট মেয়েটি!

ফোরাম প্রতিবেদক / ১৫০ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
বিয়ের পিঁড়িতে ‘কোই মিল গয়া’-র সেই ছোট্ট মেয়েটি!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘শাকালাকা বুম বুম’, ‘কোই মিল গয়া’র মতো সিরিয়াল, সিনেমায় জনপ্রিয় মুখ। নব্বইয়ের দশকের জনপ্রিয় শিশুশিল্পী আজ পরিণত এক তরুণী। খুব শিগগিরি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন। হানসিকা মোতওয়ানি, জনপ্রিয় অভিনেত্রীর আসন্ন বিয়ের খবরই আপাতত বলিপাড়ার হট টপিক।

ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে খবর, চলতি বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হানসিকা। জয়পুরের এক ৪৫০ বছরের প্রাচীন কেল্লায় রাজকীয় ঢঙে বিয়ের আয়োজন হতে চলেছে তাঁর। শোনা যাচ্ছে, মুন্ডোটা কেল্লায় বিয়ের আসর বসবে হানসিকার। আপাতত সেই অনুষ্ঠানেরই তোড়জোড় চলছে বলে খবর।

হাত দিয়ে বুক ঢেকে ক‍্যামেরার সামনে পুনম পাণ্ডে!

বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বর কনে এবং অতিথি অভ‍্যাগতদের রাজপ্রাসাদেই থাকার ব‍্যবস্থা করা হবে। তাই কেল্লা ও রাজপ্রাসাদ সাজানো হচ্ছে বলে খবর মুম্বইয়ের সংবাদ মাধ‍্যম সূত্রে। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই ভাইরাল কেল্লা ও রাজপ্রাসাদের কিছু অপরূপ সুন্দর ছবি।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসাবে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন হানসিকা। শাকা লাকা বুম বুম, সোন পরী, কিঁউকি সাস ভি কভি বহু থির মতো সিরিয়ালে অভিনয় করে খুব কম সময়েই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন তিনি। পাশাপাশি হৃতিক রোশন, প্রীতি জিন্টার সঙ্গে সুপারহিট ‘কোই মিল গয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন হানসিকা।

এছাড়াও আপ কা সুরুর, মানি হ‍্যা তো হানি হ‍্যায় এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ডেবিউ করেছেন হানসিকা। দক্ষিণী ছবিতে কাজ করার সময়ে অনেকটাই বদল হয়েছিল তাঁর। তবে এখন ওজন কমিয়ে আবারো তন্বী হয়ে উঠেছেন হানসিকা।

সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। নানান ফটোশুটের ছবি শেয়ার করতে থাকেন অনুরাগীদের জন‍্য। তবে আসন্ন বিয়ের গুঞ্জনের ব‍্যাপারে এখনো কোনো মন্তব‍্য করেননি তিনি। আগামীতে ‘রাউডি বেবি’ নামে একটি তামিল ছবিতে দেখা যাবে হানসিকাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান