ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। ১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ দিনের ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন এই নায়ক।
শোবিজ ও সিনে ইন্ডাস্ট্রিতে অভিষেকের আগে বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানচালক ছিলেন। সেখানে একটি জেট ফাইটারে মোট ৩০০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেন ‘প্রেমের তাজমহল’ সিনেমার এই নায়ক। রোমাঞ্চকর এই চাকরি রেখে কেন রঙিন পর্দায় অভিষেক করলেন রিয়াজ— এ বিষয়ে অনেক ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের জানার আগ্রহ।
এ বিষয়ে চিত্রনায়ক রিয়াজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এ সময় সিনেমার সব তারকাসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
রিয়াজ বলেন, “আমার জীবনের গল্প এটা। বিমানবাহিনীতে থাকার সময় সিলেট শমসেরনগর জঙ্গল সারভাইভাল কোর্স করছিলাম। সাতদিন কোনো খাবার, পানি ছাড়া জঙ্গলের মধ্যে থাকতে হবে। আর ৪০ কিলোমিটার দূরে আরেকটা জায়গায় যাওয়ার পর হেলিকপ্টার সাহায্য করবে।”
এই নায়ক বলেন, “সেই সময় ‘বাকের ভাই’ নাটকের শেষ পর্ব চলছিল। আমি সেই পর্ব দেখার জন্য সিনিয়রের কাছে আবেদন জানাই। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। একটা সময় তাকে অমান্য করে আমরা ‘বাকের ভাই’ দেখার জন্য চলে যাই। যে কারণে বিমানবাহিনী থেকে আমি এখন এখানে।”
সংবাদ সম্মেলনে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বাকের ভাই’ এর বাকের ভাই চরিত্র অভিনেতা আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় নিজের কাজের বিষয়ে কথা বলার সময় বর্ষীয়ান এই অভিনেতাকে সামনে পেয়ে ক্যারিয়ারের পেছনের কথা স্মরণ করেন চিত্রনায়ক রিয়াজ।
রিয়াজ অভিনীত সবশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি। সিনেমার নাম ‘কৃষ্ণপক্ষ’। হুমায়ূন আহমেদের গল্পে সিনেমাটি নির্মাণ করেছিলেন মেহের আফরোজ শাওন। আর এই সিনেমার দীর্ঘ ছয় বছর পর তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর।
You must be logged in to post a comment.