বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে সরকার পতনের ডাক পর্যন্ত—সব সময়ই শিক্ষার্থীদের সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ নিয়ে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। এই আন্দোলনে অনেক হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন শত শত মানুষ। যাদের অনেকেই টাকার অভাবে সঠিক ও সুচিকিৎসা পাচ্ছেন না।
তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘ব্যবসায়ী সমাজের প্রতি আহবান আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসুন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’
ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার কথা উল্লেখ করে এই নির্মাতা লেখেন, ‘ইতোমধ্যেই ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। অন্যরাও এগিয়ে আসেন। নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটা ফান্ড তৈরি করেন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। করে সেটা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। যোগ হতে পারে ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই ফান্ডে।’
সবশেষে তিনি লেখেন, ‘সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাঁদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।’
You must be logged in to post a comment.