চলতি বছরের শেষে মাঠে গড়াচ্ছে বিপিএল। দায়িত্ব নিয়েই এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রতিবারের মতো এবারের বিপিএলেও দল মালিকানায় আসছে পরিবর্তন। যে তালিকায় এবার যোগ হতে যাচ্ছে রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠান। যেটির শুভেচ্ছাদূত চিত্রতারকা শাকিব আর ক্রিকেটার সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শাকিবের দলেই দেখা যাবে সাকিবকে?
বিষয়টি এখনো নিশ্চিত জানা না গেলেও এরইমধ্যে দল গোছাতে ব্যস্ত শাকিব খানের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। জানা গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী তারা। এরইমধ্যে বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে হারল্যান কর্তৃপক্ষের আলোচনা পর্ব।
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন। গণমাধ্যমকে তিনি জানান, ‘আমাদের দলে কারা কারা অন্তর্ভূক্ত হবে তা এ মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারব। সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড। উনার কারো সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এ মুহূর্তে বলতে পারছি না। সময় গেলেই এটা জানা যাবে।’
ইমন আরও যোগ করেন, ‘সামনে বিপিএল। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। অনেক নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সম্পর্কে জেনেছি আমরা। আমাদের মোটিভ কী, কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি। দল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা অপেক্ষা করছি বিসিবির সিদ্ধান্তের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই এগোবো।’
You must be logged in to post a comment.