অভিনেতা মীর সাব্বির ও উপস্থাপিকা ইসরাত পায়েলকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল।
মীর সাব্বির আমাকে বুলিং করেছে, এটা ক্রাইম: ইসরাত পায়েল
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজার ছলে সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’
বিষয়টি সেসময় হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। বিভিন্ন গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আন্তর্জাতিক একটি মঞ্চে এসে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ। এই বিষয়ে তাকে ক্ষমা চাওয়া উচিত।’
এই ঘটনাটি নিয়ে মীর সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পায়েল আমার ছোট বোনের মতো। তাকে ভালো ভাবে চিনিও না। আমি চলে যাবার সময় সে যখন মজা করেই আমাকে ডেকে কিছু বলতে বলে তখন আমি কথাটা বলি। তখন ইন্সট্যান্টলি আমার মাথায় যা এসেছে আমি তাই বলেছি। এটা আসলে ইন্টেনশনালি আমি বলিনি বা এটা কোন বুলিয়িংও না। তবে যা বলেছি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছি। কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আমি বলিনি এবং কথাটার মানেও খারাপ কিছু নয়।’
অনন্ত জলিল সিনেমার প্রস্তাব দিলে করব: ইসরাত পায়েল
সাব্বির আরও বলেন, আসলে, ‘এক দেশের বুলি যদি না বুঝে সেটা হয়ে যায় আরেক দেশের গালি। এটার ভুল ব্যাখ্যা তাকে হয়তো কেউ বুঝিয়েছে। সে বলেছে, সরি বলতে হবে। আর ছোট বোনকে সরি বলতে তো সমস্যা নেই। তবে আমার দীর্ঘ ক্যারিয়ারে নারী সহশিল্পীদের অসম্মান করার কথা কেউ বলতে পারবে না। আমার দর্শকেরাও খুব ভালো করে তা জানে। তবে এই শব্দ দুটি আমার অঞ্চলে খুবই সাধারণ অর্থে ব্যবহার করা হয়। মাতারি মানে মহিলা আর উদলা শব্দটির মানে কোন কিছু খোলা বা খোলামেলা। এর মানে কোনো ভাবেই উলঙ্গ নয়। তবে ও আসলে এটা কেন করলো সেটা আমি জানি না। এ বিষয়ে আমি কোন মন্তব্য করবো না।’
এদিকে ইসরাত পায়েলের সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে হওয়ার পর থেকে কমেন্ট বক্সে ওই উপস্থাপিকাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।
You must be logged in to post a comment.