বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা টম হ্যাঙ্কস

বিনোদন ডেস্ক / ১১৪ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৬, ২০২৩
বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা টম হ্যাঙ্কস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ছিল নানা আশঙ্কা। সেটাই যেন সত্য হচ্ছে। সম্প্রতি অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তাতে রয়েছে একটি সাবধানবাণী। যা বলেছেন একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে। কারণ সেটাতে অভিনেতাকে দেখা গেলও এটার বিষয়ে কিছুই জানা নেই তাঁর।

হিন্দুস্তান টাইমসের মতে, কিছু দিন আগেও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সোচ্চার হন এক অনুষ্ঠানে। সেখানে তাঁকে এর খারাপ প্রভাব নিয়ে বলতে শোনা যায়। এরপরই এলো এমন একটি বিজ্ঞাপন।

এদিকে সেই বিজ্ঞাপন নিয়ে টম হ্যাঙ্কস জানিয়েছেন, সেটি আসলে তাঁরই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নকল। সেই নকলকে নিয়েই বানানো হয়েছে বিজ্ঞাপনটি। ওই পোস্টে টম সতর্ক করে জানান, এটি তিনি নন। তাঁর একটি নকল দিয়ে বিজ্ঞাপনটি করা হয়েছে। তাই গ্রাহকদের এই ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে হলিউডের বড় অংশ নিয়মিত সোচ্চার। কিছু দিন আগে এই নিয়ে কর্মবিরতিও পালন করা হয়েছে হলিউডে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পীদের কাজ কেড়ে নিতে পারে; তাই এতটা গুরুত্ব দেওয়া যাবে না প্রযুক্তিকে—এই দাবিই ছিল তাদের। টম হ্যাঙ্কস নিজেও কৃত্রিম বুদ্ধিমত্তার বিরোধী। সেই তিনিই এবার শিকার হলেন যন্ত্রের কারসাজির। এই কাজে তাঁর যে অনুমতি ছিল না, সে কথাই স্পষ্ট করে দেন ৬৭ বছরের এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান