মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কঙ্গনা

বিনোদন ডেস্ক / ৫৫ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৫, ২০২৪
বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কঙ্গনা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডের জনপ্রিয় এবং আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত বিজেপির কড়া সমর্থক। বিভিন্ন সময় তিনি প্রকাশ্যে এবং ইন্টারভিউতে বিজেপি এবং মোদি সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। বিগত কয়েক বছর ধরে সরাসরি তার রাজনীতিতে আসা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে সেই জল্পনাকে আর লুকিয়ে রাখলেন না তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে কঙ্গনা জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়বেন তিনি। বিজেপির হয়ে নিজের জন্মস্থান মান্ডি কন্সটিটুইয়েন্সি থেকে প্রার্থী হচ্ছেন কঙ্গনা।

লোকসভা নির্বাচনে প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই পাওয়া গেলো কঙ্গনার নাম। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লড়বেন। এছাড়া এই তালিকায় অভিনেতা অরুণ গোভিলের নামও রয়েছে। তিনি বিজেপির হয়ে লড়বেন উত্তর প্রদেশের মিরুত থেকে।

বহু বছর ধরেই বিজেপির গুণকীর্তন করে আসছেন কঙ্গনা। অবশেষে দল থেকে ডাক পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। এক্স-এ লিখেছেন, ‘প্রিয় ভারত ও ভারতীয় জনতার নিজস্ব দল বিজেপির জন্য বরাবরই আমার সমর্থন ছিল। আজ (২৪ মার্চ) দল থেকে আমাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে। আমি দলের উচ্চ পর্যায়ের আদেশ মেনে নির্বাচন করবো। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। আশা করছি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে মানুষের সেবা করতে পারবো।’

উল্লেখ্য, গত নভেম্বর অযোধ্যায় গিয়ে কঙ্গনা জানিয়েছিলেন ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়বো’। এবার তার সেই কথাই সত্যি হলো।

কঙ্গনা রনৌত অভিনীত নতুন সিনেমা ‘ইমারজেন্সি’ মুক্তি পাবে ১৪ জুন। এতে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটি কঙ্গনা নিজেই পরিচালনা করেছেন। সিনেমাতে আরও রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান