বহুদিন ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনা সত্যি হতে পারে বলে ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলে একটি অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন বিজেপি টিকিট দিলে তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়তে তৈরি।
ক্যামেরার সামণে সত্যিই নগ্ন হয়েছেন যে ১০ অভিনেত্রী
যদিও কঙ্গনার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আগেও বহুবার ছড়িয়েছে। তবে তিনি নিজে এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন।
কঙ্গনা বলেন, ‘সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর। যদি সরকার চায়, তাহলে আমার দরজা খোলা। হিমাচল প্রদেশের মানুষের সেবা করার সুযোগ পেলে মন্দ হবে না, এটা সৌভাগ্যের বিষয়।’ কঙ্গনার কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে মোদীজি জানেন ওর কোনো প্রতিপক্ষ নেই।
কঙ্গনার প্রতি আর কোনও অনুভূতি নেই: তাপসী
এদিকে কয়েক সপ্তাহ আগে কঙ্গনা নিজেই এই মুহূর্তে তার রাজনীতিতে যোগ দেওয়ার সমস্ত গুজব উড়িয়ে দিয়েছিলেন। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, কঙ্গনা বলেন, ‘আমার এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কিংবা নির্বাচনে লড়ার কোন ইচ্ছা নেই। একজন শিল্পী হিসেবে আমি ভারতীয় রাজনীতিতে আগ্রহী। আমি ভবিষ্যতেও রাজনীতি নিয়ে ছবি করতে চাইব।’
যদিও অভিনেত্রী বলেছিলেন, ‘যারা দেশের জন্য ভালো করছে তাদের সেবা করার জন্য আমি উন্মুখ। যারা দেশের সেবা করছে, আমি তাদের সমর্থন করব।’
You must be logged in to post a comment.