বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

বিচ্ছেদ বিষয়ে অবশেষে মুখ খুললেন নেহা কাক্কার

বিনোদন ডেস্ক / ৫৫ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বিচ্ছেদ বিষয়ে অবশেষে মুখ খুললেন নেহা কাক্কার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা কক্কর আর রোহনপ্রীত সিংহের। দেখামাত্রই প্রেম। বলিউড গায়িকা নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহনও পেশায় গায়ক। তাঁকে মনে ধরে যায় নেহার।

২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। এরপর থেকে তাঁদের নিয়ে কম কথা হয়নি। বিগত বেশ কিছু মাস ধরেই এই প্রশ্নেই উত্তাল বলিউডের প্রতিটি কোণ। এরই মধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা ধরনের ইভেন্টে নেহার অনুপস্থিতিও এই গুঞ্জনে যেন যোগ করছিল ঘি। অবশেষে এই নিয়ে মুখ খুললেন নেহা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন থেকে বিয়ে হয়েছে আমার তবে থেকে দু’টি গুঞ্জন শুনে শুনে আমি ক্লান্ত। এক আমি অন্তঃসত্ত্বা। আর দুই, আমার বিচ্ছেদ হচ্ছে। এই সব শুনে ভীষণ খারাপ লাগে। মানুষ গসিপের জন্য অনেক কিছু বলে। যদিও আমি চেষ্টা করেছি এই সবে মন না দেওয়ার। কারণ আমি জানি সত্যিটা কী?’

গুঞ্জন শুনে ক্লান্ত হয়েই কি এই ব্রেক নিয়েছিলেন তিনি? নেহার উত্তর, ‘মূলত আমার একটা বিরতি দরকার ছিল। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মূলত, আমি বিয়ে করার পর থেকে আমার ডিভোর্স এবং গর্ভধারণ নিয়ে মন্তব্য করা হয়েছে। আমি এই সব বিষয় উপেক্ষা করতেই পছন্দ করি। আমি এসবে মনোযোগ দিই না। কারণ, আমি জানি কোনটা সত্যি আর কোনটা না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান