মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

বিচ্ছেদ ঘোষণা মাহির, বিয়ের ঘোষণা স্বামীর

বিনোদন প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৪
বিচ্ছেদ ঘোষণা মাহির, বিয়ের ঘোষণা স্বামীর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রকিব সরকারের সঙ্গে শিগগিরই তাঁর বিচ্ছেদ ঘটছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন মাহি নিজেই। এদিকে, নায়িকা যখন বিচ্ছেদের পথে হাঁটছেন, একই সময় সুখবর জানালেন তাঁর সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু।

সংবাদমাদ্যমকে মাহির বিচ্ছেদের কথা শুনেছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর এই সাবেক স্বামী। তিনি বলেন, ‌‘তাঁর (মাহি) বিচ্ছেদের খবর আমি জানতাম না। শুক্রবার রাতে সবার ফোনে খবরটি জানতে পারি আমি। আমাকে ফোন দিচ্ছে সবাই। আর এখানে তো আমার কিছু করার নেই। তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগও নেই আমার।’

পাশপাশি গিগগিরই অপু নিজেও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলেও জানান। তিনি বলেন, ‘আমিও নতুন করে জীবন শুরু করতে চাইছি। শিগগিরই বিয়ে করব। এবার সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। আর সম্পর্কে জড়িয়ে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। বিয়ে করব পারিবারিক সিদ্ধান্তে।’

অপু আরও বলেন, ‘আমার পরিবার বিয়ের জন্য মেয়ে খুঁজছে। এখন যত দ্রুত মেয়ে পাওয়া যায়, মেয়ে পেলেই বিয়ে। শুভ কাজটি আমিও শিগগিরই সম্পন্ন করতে চাই।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। এর কয়েক বছর পরেই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান