বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

বিচ্ছেদের পর হতাশ জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক / ৫৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৩০, ২০২৪
বিচ্ছেদের পর হতাশ জেনিফার লোপেজ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভাগ্যের লিখন হয় না খণ্ডন—এই কথাই যেন সত্যি হলো জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেকের জীবনে। একসময় তুমুল প্রেমের জন্য হয়েছিলেন খবরের শিরোনাম। তারপর বিয়ে ও বিচ্ছেদ। এর দীর্ঘ ১৮ বছর পর ফের পুরনো সঙ্গীর কাছেই ফিরে এসেছিলেন একে-অপরে। ২০২২ সালে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে এর দুই বছর পর ফের বিচ্ছেদ হলো তাঁদের।

গত ২০ আগস্ট দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন কোনো আইনজীবী ছাড়াই বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ‘অন দ্য ফ্লোর’ গায়িকা জেনিফার লোপেজ। বিচ্ছেদের তারিখ হিসেবে ২০২৪ সালের ২৬ এপ্রিল দিনটি নির্দিষ্ট করেন তিনি।

বেনের সঙ্গে দ্বিতীয়বার বিচ্ছেদের পর কেমন আছেন গায়িকা-অভিনেত্রী? এক সূত্রের মাধ্যমে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিন জানাচ্ছে, এই বিচ্ছেদ মানসিকভাবে তাঁর জন্য বিরাট এক ধাক্কা।

সূত্রটি বলছে, ‌‘এটা সত্যিই তাঁকে আঘাত করেছে। তিনি বেনের জন্য খুব বিরক্ত এবং হতাশ।’

অপর একটি সূত্র জানিয়েছে, জেনিফার কখনও বিচ্ছেদের পথে যেতে চাননি। সবকিছু ঠিকঠাক করে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সবকিছুই ভেঙে পড়েছে। এই সূত্রটি বলছে, লোপেজের যা করার ছিল তাই করেছে। বিচ্ছেদ আবেদন করার পর তিনি স্বস্তি বোধ করছেন।

প্রসঙ্গত, প্রথমবার বিচ্ছেদের পর আবারও বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ ও নির্মাতা বেন অ্যাফ্লেক। তবে তা স্থায়ী হয়নি। এই নিয়ে নির্মাতা দ্বিতীয়বার এবং জেনিফার চতুর্থবারের মতো বিবাহবিচ্ছেদ করেছেন।

কয়েক মাস ধরেই আলাদা থাকছিলেন ‘বেনিফার’। তবে গুঞ্জনের প্রথমদিকে এসব বিষয়ে মুখ খোলেননি তাঁরা। সম্প্রতি দুজনে বেভারলি হিলসের বাড়িও বিক্রি করে দেয়। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, আর্থিক বিরোধের জেরে বেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান