শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

বিচ্ছেদের দুবছর পর নতুন প্রেমে মজেছেন বাদশাহ?

ফোরাম প্রতিবেদক / ১১৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৩, ২০২২
বিচ্ছেদের দুবছর পর নতুন প্রেমে মজেছেন বাদশাহ?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তারকার জীবন মানেই গুঞ্জন-কানাকানিতে ভরা। এর অনেকই সত্য হয়, আবার অনেক গুঞ্জন আটকে থাকে গুঞ্জনে। এবার নতুন প্রেমের গুঞ্জনে পেজ থ্রির পাতায় উঠে এলো ভারতের আলোচিত র‍্যাপার বাদশাহর নাম।

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশাহর সঙ্গে স্ত্রী জেসমিন আলাদা ছিলেন দীর্ঘদিন। অবশেষে দুবছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। হিন্দুস্তান টাইমস, বলিউড বাবল, পিঙ্কভিলাসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফের বসন্তের আগমন বাদশাহর জীবনে। শোনা যাচ্ছে, ঈশা রিখি নামে এক পাঞ্জাবি অভিনেত্রীর প্রেমে পড়েছেন বাদশাহ।

হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী রবি চৌধুরী

গুঞ্জন উঠেছে, এক পার্টিতে আলাপ বাদশাহ ও রিখির, সেই আলাপ থেকে বন্ধুত্ব। অবশেষে বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুজনের মধ্যে নাকি অনেক মিল। নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন দুই তারকা। তবে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বাদশাহ।

লকডাউনের সময় বাদশাহ ও তাঁর সাবেক স্ত্রী জেসমিনের সম্পর্কে ফাটল ধরে। এর পরেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁদের ঘরে রয়েছে এক মেয়ে, নাম জেসেমি গ্রেস মসিহ সিং।

চলতি বছরে বাদশাহর তিনটি একক গান মুক্তি পেয়েছে। এ ছাড়াও ‘এক ভিলেন রিটার্ন’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান