মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

বিগ বসে সঞ্চালক ভাইজান

ফোরাম প্রতিবেদক / ১৪৭ জন দেখেছেন
আপডেট : জুন ১৫, ২০২৩
বিগ বসে সঞ্চালক ভাইজান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিগ বস ওটিটির এটা দ্বিতীয় সিজ়ন। প্রথম সিজনে সঞ্চালকের ভুমিকায় ছিলেন পরিচালক প্রযোজক করণ জোহর। তবে এবার আর অন্য কোনও নাম নয়, খোদ সালমান খানই থাকছেন এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে। বিগ বস এক কথায় যেন তাঁকে ছাড়া অসম্পূর্ণ। হিন্দি রিয়্যালিটি শোয়ের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই শোয়ের প্রাণকেন্দ্রই হল সালমান খান। তিনি নিজের মতো করেই এই শোকে একটি আকার দিয়েছেন। ঘরের ভেতর থাকা সেলিব্রেটদের খুটিনাটিকে যেভাবে তিনি বিচার করে সকলের সামনে তুলে ধরেন তা এক কথায় বলতে গেলে বেশ সমালোচিত। তবে সালমান খানকে এবার ওটিটি-তে পেয়েও বেজায় খুশি দর্শকেরা। যদিও একটা সময় শোনা গিয়েছিল যে সালমান খান ছেড়ে দিতে চলেছেন বিগ বসের কাজ। সঞ্চালনা করবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি।

কাজের চাপের প্রসঙ্গ তুলেই নাকি তিনি জানিয়েছিলেন থাকতে পারছেন না এই রিয়্যালিটি শোয়ে। কিন্তু কোথাও গিয়ে যেন এই সালমান খানকে ধরে রাখতেই চ্যালেন যে কোনও মূল্য দিতে ছিল রাজি। আর তাই ১০০০ কোটি টাকা পারিশ্রমিক দিতেও পিছপা হননি নাকি তারা। আর ঠিক সেই কারণেই এখন ভারতের বুকে সব থেকে দামী সঞ্চালকের তকমা সালমান খানের।

প্রসঙ্গত, শেষবার ওটিটিতে ঝড় তুলেছিলেন দিব্যা, তাঁরর প্রসঙ্গে রাকেশ বলেন, “শেষ পর্যন্ত টিকে থাকাটা আসল লড়াই ছিল। হ্যাঁ, পুরো জার্নিটাই বিচার্য। দিব্যা একাই খেলেছে। আমি জানি ওই বাড়ির মধ্যে একা খেলা কতটা কঠিন। আমি কোনও একটা এপিসোডে ওকে বলেছিলাম, ওকে এ জন্য আমি শ্রদ্ধা করি। ও নিজের যুদ্ধ লড়েছে, জিতেছে, তার জন্য ওকে অভিনন্দন।”

আর নিজের প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমি কোনও ঝামেলার মধ্যে প্রতিক্রিয়া দিতে চাইতাম না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতাম। সঙ্গে সঙ্গে কাউন্টার করার কোনও মানে নেই। আমি সমস্যার সমাধান খুঁজতে ভালবাসি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান