বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান প্রকাশ

ফোরাম প্রতিবেদক / ৭৯৫ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২২
‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান প্রকাশ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের প্রথম গান ‘বয়ে যাও নক্ষত্র’ প্রকাশ হয়েছে। ব্যান্ড চিরকুট-এর নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।

বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়, বারবার তার প্রেমে বারবার পড়া যায়, হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’- এমন কথায় চিরকুট ব্যান্ডের নিবেদনে তৈরি হয়েছে ‘বয়ে যাও নক্ষত্র’ গানটি।

অবশেষে মুক্তি পেলো ‘বিউটি সার্কাস’র ট্রেইলার (ভিডিও)

এমন আহ্বানে দুর্দান্ত প্রেমের গানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশিত হয়েছে ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের ফেসবুক পেজ ও ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে। গানের ভিডিও চিত্রে দেখা গেছে চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমনের মন উড়িয়ে নেয়া সব রোমান্টিক দৃশ্য।

গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি জানান, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে বেশকিছু চলচ্চিত্রের জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি শ্রোতারাও গানটি শুনবেন এবং চলচ্চিত্রটি উপভোগ করতে সিনেমা হলে যাবেন।’

সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২৩শে সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে ২০১৭ সালের ৬ই ফেব্র“য়ারি শুরু হয় সরকারি অনুদানের সিনেমা বিউটি সার্কাসের শুটিং। অর্থ সংকটের কারণে শুটিং শেষ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় নির্মাতাকে। অবশেষে ১০ই সেপ্টেম্বর বহুল আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র বিউটি সার্কাসের ট্রেলার প্রকাশ্যে আসে। জানানো হয় মুক্তির তারিখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান