ঢাকাই সিনেমায় চলছে ‘দামাল’ ঝড়! সিনেমাটি নিয়ে দর্শক উন্মাদনা চরমে। ঢাকা ও ঢাকার বাইরের সবগুলো সিনেমা হলেই হাউজফুল যাচ্ছে ছবিটি। এরমধ্যেই পর্দার কুশীলবদের সাথে সাক্ষাৎ হলো বাস্তবের নায়কদের! এমন ঘটনায় উচ্ছ্বসিত ‘দামাল’ টিম!
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে ‘দামাল’ নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমা মুক্তির পর সত্যিকারের নায়কদের সান্নিধ্য পাওয়াকে আশীর্বাদ হিসেবে দেখছেন রাফী সহ অন্যরাও।
না.গঞ্জে ‘দামাল’-এর অগ্রিম টিকেট বিক্রি শুরু, দুদিনের টিকেট শেষ
শনিবার স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের বেশ কয়েকজনকে নিমন্ত্রণ জানানো হয়েছে চ্যানেল আইয়ের কার্যালয়ে। তারা এসেছিলেন ‘দামাল’ নিয়ে কথা বলার জন্য। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার সংশ্লিষ্টরাও।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ নিয়ে এসময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দামাল’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এসময় প্রযোজনা প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান।
দামাল ছবির প্রচারণায় রুনা লায়লা
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সান্নিধ্য পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়ক সিয়াম। বাস্তবের নায়কদের সাথে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে রাফী এদিন ফেসবুকে লিখেন,‘স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানিত সদস্যরা আজ চ্যানেল আইতে এসেছিলেন ‘দামাল’ নিয়ে কথা বলার জন্য। তাদের সান্নিধ্য পেয়ে প্রচণ্ড গর্বিত আমরা।’
তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নির্মাতা আরও বলেন,‘বাস্তবের নায়ক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু স্যার, সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা স্যার, শেখ আশরাফ আলী স্যার, আবদুস সাত্তার স্যার, মো. সুরুজ স্যার, সাইদুর রহমান প্যাটেল স্যারকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা আমাদেরকে এবং আমাদের সিনেমাকে আশীর্বাদ দেয়ার জন্য।’
চ্যানেল আইয়ে জয়া অভিনীত দুই ছবি
দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন রাফী। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।
You must be logged in to post a comment.