বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

বাসুদেব বাউলের গানে ভাসছে ‘হাওয়া’

ফোরাম প্রতিবেদক / ৪১৬ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৪, ২০২২
বাসুদেব বাউলের গানে ভাসছে ‘হাওয়া’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘হাওয়া’ ছবিতে একটি গান গেয়ে সম্প্রতি জনপ্রিয় বাসুদেব দাস বাউল। বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন মানুষের ঢল। প্রথমে শরিফুল রাজ, বিদ্যা সিন্‌হা মিম, ইয়াশ রোহান অভিনীত ‘পরান’ ছবি, পরে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল অভিনীত ‘হাওয়া’ ছবির জন্য এই ভিড়। বেশ কয়েক বছর পর মানুষের এই সিনেমা-উন্মাদনায় প্রাণ ফিরে পেয়েছে যেন বাংলাদেশ চলচ্চিত্র জগৎ।

‘পরান’ ছবি মুক্তির পর শুরু হয় উন্মাদনা। তারপরই ‘হাওয়া’ ছবি মুক্তির আগে ছবির একটি গান ‘তুমি বন্ধু কালা পাখি’ জনপ্রিয় হয়। গানটি জাদু করে আপামর বাঙালিকে। এই সূত্রে গানটির স্রষ্টা হাসিম মাহমুদ চলে আসেন প্রচারের আলোয়। ‘এ ছবির আর একটি গান ‘আটটা বাজে, দেরি করিস না’ জনপ্রিয় হয়েছে। ঝুমুরের সুর। সংগৃহীত গানটি গেয়েছেন ওপার বাংলার বোলপুরবাসী বাউল গায়ক বাসুদেব দাস। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে গানটির ভিডিও দেখেছেন ৩১ লক্ষ মানুষ।

‘আটটা বাজে, দেরি করিস না’ গানটি বাসুদেব দাস বাউল দীর্ঘ দিন বিভিন্ন আসরে পরিবেশন করেছেন। বাসুদেবের কণ্ঠে গানটি শুনে ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন ঠিক করেন গানটি তাঁর ছবিতে ব্যবহার করবেন। ছবির সঙ্গীত পরিচালক ইমন চৌধুরীকে তিনি গানটি শোনান।

এ প্রসঙ্গে ইমন চৌধুরী বলেছেন, “হাওয়া ছবিতে ‘তুমি বন্ধু কালা পাখি’ গানটি তৈরির পর আমরা সবাই ছবির দ্বিতীয় গানটি নিয়ে টেনশনে ছিলাম। ছবির পুরো শুটিং শেষ হ‌ওয়ার পর বাসুদেব বাউলের এই গানটি পরিচালক সুমন আমাকে শোনান। শুনে আমিও বুঝতে পারি এটা অসাধারণ গান এবং ছবিতে মানাবে। এরপর বাসুদেব বাউলের সঙ্গে যোগাযোগ করি আমরা। পাঁচ মাস আগে ‘আটটা বাজে, দেরি করিস না’ গানটির রেকর্ডিং করা হয় শান্তিনিকেতনের একটি স্টুডিওতে। আর ঢাকার নিকেতনের স্টুডিওতে ভিডিওকলে ছিলাম আমি। করোনার কারণে আমি শান্তিনিকেতন যেতে পারিনি। কিন্তু গানের সব ট্র্যাক তৈরি করে পাঠিয়ে দিই। শান্তিনিকেতনে আমার এক পরিচিত ভাই বগা তালেব বাসুদেব দাস বাউলের ভয়েসটা নেয়। নতুন প্রজন্মের কাছে গানটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছিলাম। সেই চেষ্টা সার্থক হ‌ওয়ায় আমরা খুশি।’’

‘হাওয়া’ ছবির দু’টি গান তিন জন আত্মমগ্ন স্রষ্টাকে জনপ্রিয় করে তুলেছে। ‘তুমি বন্ধু কালা পাখি’র স্রষ্টা হাসিম মাহমুদ এবং গানটির গায়ক আরফান মৃধা শিপলু এখন খ্যাতির চূড়ায়। ‘আটটা বাজে, দেরি করিস না’ গানটির গায়ক পশ্চিমবঙ্গের শিল্পী বাসুদেব দাস বাউলের সংগ্রামী জীবন কি এ বার একটু আলোর মুখ দেখবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান