বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বাসা থেকে বের হয়ে দুর্ঘটনায় পড়েন রাজ?

ফোরাম প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২০, ২০২৩
বাসা থেকে বের হয়ে দুর্ঘটনায় পড়েন রাজ?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আবারও ব্যক্তিগত কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরীফুল রাজ দম্পতি। এবার যা গড়িয়েছে হাসপাতাল অবধি। পরশুদিন (১৮ আগস্ট) রাজের রক্তাক্ত মাথার ছবি সামনে আসার পর এবার জানা গেল এর কারণ।

তার ঘনিষ্ঠজনের দাবি, মারামারি নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হন রাজ। আর এটা ঘটে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায়, পরী মণির বাসা থেকে বের হওয়ার পর। রাজের এক সার্বক্ষণিক সহচর জানান, রাস্তায় বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ। এরপর হাসপাতালে গিয়ে মাথায় চারটা সেলাই নিয়েছেন।

অন্যদিকে আজ (২০ আগস্ট) ভারতীয় পত্রিকা আনন্দবাজারও প্রায় একই রকম বক্তব্য প্রকাশ করেছে। পত্রিকাটি যোগাযোগ করে রাজের কলকাতার সহকারীর সঙ্গে। তিনি সন্দিহান। রবিবার সকালে তিনি জানিয়েছেন, দু’দিন আগে রাতে নায়িকার বাড়িতেই গিয়েছিলেন রাজ। কিন্তু রাতে বেরিয়ে এসেছিলেন। সেখানে পরীর সঙ্গে কিছু হয়েছে কি না বলতে পারছেন না তিনি। তবে ঘনিষ্ঠ সূত্র মারফত খবর এসেছে, রাস্তায় সম্ভবত কোনও দুর্ঘটনা ঘটিয়েছেন শরিফুল।

এমন বক্তব্য এলেও জখমের ধরনটা সড়ক দুর্ঘটনার মতো নয় বলে অনেকে মনে করছেন। কারণ রাজ আঘাতপ্রাপ্ত হয়েছে মাথার তালুতে। রাস্তায় পড়ে গেলে বা ধাক্কা লাগলে মুখসহ অন্যান্য জায়গায় ক্ষত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি রাজের পোশাকেও সে ধরনের চিহ্ন দেখা যায়নি।

এ দিকে ছেলেকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পরী মণি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্ক করে রাখতে ভাল লাগছে।’ তার এই পোস্ট ঘিরেও উঠেছে প্রচুর প্রশ্ন। কেন আচমকা এমন লিখলেন তিনি? পরী জানান, তার জ্বর। সুস্থ না হওয়া অবধি কথা বলতে চাইছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান