গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল ফের বাবা হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার কোরিওগ্রাফার, পরিচালক ও জনপ্রিয় অভিনেতা প্রভু দেবা। তবে এটি এখন আর গুঞ্জন নেই। কারণ সত্যিকার অর্থেই ৫০ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। দ্বিতীয় স্ত্রী হিমানির সঙ্গে এটি প্রথম সন্তান দেবার।
এ অভিনেতা ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন হিমানির সঙ্গে। কন্যাসন্তান হওয়ার খবর অবশ্য তারকা নিজেই জানিয়েছেন। বলেন, আমি আবারও বাবা হয়েছি। আমার অনেক আনন্দ লাগছে এবং নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। সবথেকে বড় খুশির খবর হচ্ছে এটিই দেবার পরিবারের প্রথম কন্যাসন্তান।
এর আগে দেবার বিয়ে নিয়ে বি-টাউনে বেশ গুঞ্জন ছিল। তিনি নাকি তার ফিজিওথেরাপিস্টকে গোপনে বিয়ে করেছেন। যদিও এ নিয়ে কখনো কথা বলেননি। এ কারণে কৌতূহলও ছিল বেশি।
টিভি নাইনের খবর, ২০২০ সালে ফের চর্চা উঠে আবারও প্রেমে পড়েছেন দেবা। প্রেমিকা অন্য কেউ নয়, নিজ ভাইঝি। তাকেই নাকি বিয়ে করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেন দেবা। ২০২০ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ের বাড়িতে বিয়ে হয় তাদের। এখন চেন্নাইতে থাকেন এ দম্পতি।
অভিনেতা দেবা পিঠের ব্যথা নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছিলেন। সেখান থেকে সম্পর্কের শুরু। একে-অপরের প্রেমে পড়েন। সেই প্রেম থেকে বিয়ে। এবার পরিবারে এলো নতুন সদস্য। এখন মেয়েকে নিয়েই সময় কাটাবেন তারকা।
পরিচালক-অভিনেতার ভাষ্যমতে এখন মেয়েকে সময় দেয়ার চেষ্টা করবেন। সম্প্রতিই কলকাতা থেকে ফিরেছেন। সালমান খানের সঙ্গে দাবাং ট্রিপে গিয়েছিলেন। ফিরেই পরিবারের সঙ্গে সময় কাটানো শুরু করেন এবং সুখবর দিলেন দক্ষিণী এ তারকা।
You must be logged in to post a comment.