বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

বাবা-মা ও স্বামীর সঙ্গে পূজার আনন্দে কোয়েল

ফোরাম প্রতিবেদক / ৩৪১ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৪, ২০২২
বাবা-মা ও স্বামীর সঙ্গে পূজার আনন্দে কোয়েল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গত দু’বছর কোভিড থাবায় কেউ-ই সেভাবে পূজার আনন্দ উপভোগ করতে পারেননি, এবার সকলেই তাই সেই আনন্দ পুষিয়ে নিতে চান। এবার পূজার আনন্দ চেটেপুটে নিতে চান পশ্চিম বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিকও। পূজা শুরু হতেই তিনি হাজির ভবানীপুরে, নিজের পৈত্রিক বাড়িতে। কোয়েলকে দেখা গেল তাঁর পরিবারের সঙ্গে।

মল্লিকবাড়িতে পূজার ট্রাডিশনাল সাজে দেখা গেল কোয়েল মল্লিককে। হলুদরঙা গর্জাস শাড়ি, রানি রঙের ব্লাউজের সঙ্গে মানানসই সোনার গয়নায় সেজেছিলেন কোয়েল। পোশাকের সঙ্গে মিলিয়ে করেছিলেন চোখের মেকআপ, ঠোঁট রাঙিয়েছিলেন হালকা রঙের লিপস্টিকে আর কপালে ছিল ছোট্ট একটা টিপ। এমনই একগুচ্ছ ছবি পোস্ট করে জানিয়েছেন মহাষষ্ঠীর শুভেচ্ছা।

শাকিব খানের বিরুদ্ধে বিদেশী নারীকে ধর্ষণের অভিযোগ !

পূজার দিন সকালে স্বামী নিসপাল সিং রানের সঙ্গে দেখা গেল কোয়েলকে। এই নায়িকা স্বামী পরেছিলেন সাদা রঙের ট্রাডিশনাল পাঞ্জাবী। মা দীপা মল্লিকের সঙ্গে কোয়েল, কখনও পূজা মণ্ডপে বসে মায়ের শাড়ি ও গয়না ঠিক করতে দেখা গেল অভিনেত্রীকে। দীপা মল্লিকও পরেছিলেন ট্রাডিশনাল গর্জাস শাড়ি, সঙ্গে মানানসই গয়না।

অভিনেতা বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা গেল কোয়েলকে। বাড়ির উঠানে বসে কখনও আবার বাবার চুল ঠিক করতে দেখা গেল কোয়েলকে। রঞ্জত মল্লিককে দেখা গেল ট্রাডিশনাল পাঞ্জাবিতে।

কখনও আবার বাবা, মা, স্বামী সহ গোটা পরিবারের সঙ্গে মল্লিকবাড়ির প্রাঙ্গনে বসে ছবি তুলতে দেখা গেল কোয়েলকে। দেখা গেল না শুধু ছোট্ট কবীরকে। তবে কোয়েলের পোস্ট করা এই ভিডিয়ো দেখে বেশ বোঝা যাচ্ছে, পুজো শুরুর কিছু আগেই এটি শ্যুট করা হয়েছে।

https://www.instagram.com/reel/CjLVMXPJ0Ku/?utm_source=ig_embed&ig_rid=77dbd221-ab7c-42ac-a4cd-a2c5904d0ae6


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান