বলিউডের কিং শাহরুখ খানের বড়পুত্র আরিয়ান খান। প্রায়েএকবছর আগে মাদককাণ্ডে ধরা পড়েন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। থাকতে হয় জেল হাজতেও। এসব নিয়ে ছিলেন বিভিন্ন রকম জটিলতায়।
এ নিয়ে শাহরুখ-গৌরি দম্পতিও ছিলেন বিভিন্ন রকম দুশ্চিন্তায়। তবে সেসব এখন অতীত।
কিছুদিন আগেই নতুন একটি সিনেমার চিত্রনাট্য শেষ করে নেমেছেন মদের ব্যবসায়। আরয়িানের নতুন মদের কোম্পানি শুধু ভদকা প্রস্তুত করবে এটা পুরতান খবর। এ ব্যাপরে পরিবারের সকলের সম্মতিকেই নেমেছেন এই ব্যবসায়।
আরয়িান জানান, ‘আমার বাড়িতে সবাই স্বাধীন ভাবে কাজ করতে পারি। বাবার নিজের ব্যবসা আছে মায়ের আছে ঘর সাজানোর ফ্যাশন ব্রান্ড। আর আমার এই কাজেও বাবা-মা দুইজনেরই সম্মতি রয়েছে।
You must be logged in to post a comment.