জন্মের পর থেকে বাবা-মায়ের সঙ্গেই শারদীয় দুর্গাপূজার দিনগুলো কেটেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তবে এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন তিনি। স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্বশুবাড়িতেই পূজা উদযাপন করবেন তিনি।
মিম বলেন, ‘সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি, কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সে জন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।’
মিম বলেন, ‘ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে। ছোটবেলায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সে জন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।’
এবারের পূজার ছুটিতে একদিন ঢাকায় থাকবেন মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি বলেন, ‘পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকব। সবাইকে নিয়ে আনন্দ করব।’
You must be logged in to post a comment.