রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

বাথটাবে অভিনেতা ম্যাথিউর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক / ৯৯ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
বাথটাবে অভিনেতা ম্যাথিউর মরদেহ উদ্ধার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘ফ্রেন্ডস’খ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ পেরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯শে অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়ির বাথটাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার সকালে পিকেল বল খেলে বাড়ি ফিরেন ম্যাথিউ। তার ব্যক্তিগত সহকারীকে কাজের জন্য বাইরে পাঠান। পরে সহকারী বাড়ি ফিরে ম্যাথিউকে বাথটাবে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করেন। মৃত্যু কখন এবং কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে শোবিজে পেরির পথচলা শুরু হয়। ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ‘বয়েজ উইল বি বয়েজ’-এ চ্যাজ রাসেল চরিত্রে অভিনয় তাকে কাঙ্খিত সাফল্য এনে দেয়। পরে ‘ফ্রেন্ডস’-এ অভিনয়ের সুযোগ পান। মাঝে ‘গ্রোয়িং পেইনস’ ও ‘সিডনি’র মতো সিরিজগুলোতেও তাকে দেখা যায়। নব্বই দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথিউ। তার সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান